আট দফা দাবিতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সংবাদ সম্মেলন

Post Image

ঢাবি প্রতিনিধি:   গত ৫ই আগস্টের অভ্যুত্থানের পর হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন ও চাকরি থেকে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগের প্রতিবাদে ৮ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করলেন হিন্দু মহাজোট।

আজ শুক্রবার (৬ই সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হিন্দু মহাজোট এ আট দফা দাবি উপস্থাপন করেন। এসময় হিন্দু মহাজোটের সভাপতি এডভোকেট প্রবীর রঞ্জন হালদার (সিনিয়র আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট) সাধারণ সম্পাদক ডা. মৃত্যুঞ্জয় কুমার রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দাবিগুলো হলো: ১. সারা দেশব্যাপী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘরে, ধর্মীয় উপসনালয়ে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, লুটতারাজ, হত্যা, জখম, মা-বোনদের শ্লীলতাহানী, নির্যাতনের ঘটনায় এ পর্যন্ত আহত-নিহত পরিবার, ক্ষতিগ্রন্থ ভুক্তভোগী পরিবারদের যথোপযুক্ত আর্থিক ক্ষতিপূরণসহ সরকারি অর্থায়নে আহতদের চিকিৎসা ও পূর্ণবাসনের ব্যবস্থা করতে হবে এবং উক্ত ঘটনায় বিচার বিভাগীয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারি/স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সনাতন ধর্মাবলম্বী এ পর্যন্ত ৬৭ জন হিন্দু শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ প্রত্যাহার করে পূণরায় স্ব পদে কর্মস্থলে ফিরিয়ে আনতে হবে। উপরন্ত বিগত ১৫ বছর ৭ মাস ৪ দিন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর প্রতিটি নির্যাতনের ঘটনার বিচার করতে হবে; নিহত-আহত, জখম, গুম, ক্ষতিগ্রস্থ পরিবারদের ক্ষতিপূরণ দিতে হবে। 2. সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে। ৩. ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন রোধকল্পে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও স্পেশাল ট্রাইবুন্যাল গঠনের মাধ্যমে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ৪. শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজায় মোট ০৩ (তিন) অর্থাৎ ইতিমধ্যে একদিনের বিজয়া দশমীর সরকারি ছুটি আছে। তার সাথে বাড়তি ২ দিন (যথা: অষ্টমী, নবমী) যোগ করে মোট ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা করতে হবে। ৫. সকল বেদখলকৃত মন্দির ও দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার, সংরক্ষণ আইন প্রণয়ন, সকল উদ্ধারকৃত প্রাচীন দেববিগ্রহ পূর্জা-অর্চনার জন্য স্ব স্ব এলাকার মন্দিরে পুনঃস্থাপন করতে হবে এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের অসংগতি দূর করে প্রকৃত মালিক/ওয়ারিশদের কাছে ফিরিয়ে দিতে হবে। ৬. সারাদেশে ৬৪ জেলায় মডেল মন্দিরসহ সনাতনী কৃষ্টি, সভ্যতা ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ এবং সনাতন ধর্মীয় হিন্দু সম্প্রদায়ের জন্য উচ্চ শিক্ষার নিমিত্তে একটি বৈদিক বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। ৭. সকল সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সনাতনী হিন্দু শিক্ষার্থীদের জন্য ধর্মীয় উপাসনালয় এবং সকল সরকারি-বেসরকারি আবাসন প্রকল্প সমূহে বসবাসকারী সনাতনী হিন্দু সম্প্রদায়ের জন্য মন্দির ও শ্মশান স্থাপন করতে হবে। ৮. হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপান্তরিত, সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের মহা পবিত্র রথ যাত্রায় ০১ (এক) দিনের সরকারি ছুটি ঘোষণা করতে হবে।


শেয়ার করুন

0 coment rios: