বেশি দামে সিগারেট বিক্রি করায় ১ লক্ষ টাকা জরিমানা।

Post Image

 (বরগুনা জেলা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সিগারেট বিক্রির দায়ে হলিউড-বেনসন কোম্পানির ডিলার প্রতিনিধি বংক্রিমচন্দ খরাতিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ( ১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে ওই সিগারেট কম্পানির গোডাউনে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত। তিনি জানান, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে ওই সিগারেট কম্পানির গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সিগারেট বিক্রি করার সত্যতা পাওয়ায় ওই সিগারেট ডিলার প্রতিনিধিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


শেয়ার করুন

0 coment rios: