অসহায় প্রাণিদের সেবায় গবির ভেটেরিনারি শিক্ষার্থীরা

Post Image

ফারহান হোসেন, গবি প্রতিনিধি: এবার রাস্তার অসহায় প্রাণিদের সেবায় এগিয়ে এসেছে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদের ১৪ তম ব্যাচের কিছু শিক্ষার্থীরা।

শুক্রবার নিজস্ব অর্থায়নে শুরু করা এ কার্যক্রমের মাধ্যমে সাভার উপজেলার এনায়েতপুর, পল্লীবিদ্যুত ও এর আশেপাশের কিছু এলাকায় রাস্তার অসুস্থ প্রাণিদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।


কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার  (৬ সেপ্টেম্বর)  সকালে সাভার এনায়েতপুর হযরত আলী স্কুল সংলগ্ন আহত একটি কুকুরের ভাঙা পায়ের প্লাস্টার করা হয় এবং কুকুরটিকে সার্বিক নজরদারিতে রাখা হয়েছে। কিছুক্ষণ পর রাস্তায় পড়ে থাকা আরেকটি কুকুরের বাম পায়ের টিউমার অপারেশন করা হয় এবং কুকুরটিকে অ্যান্টিবায়োটিক ডোজ দেওয়া হয়। এছাড়াও এই কার্যক্রমের মাধ্যমে পল্লীবিদ্যুত সংলগ্ন কয়েকটি এলাকায় আরো পাঁচ থেকে সাতটি পথ কুকুরকে চিকিৎসা সেবা দেওয়া হয়। কার্যক্রম পরিচালনাকারী শিক্ষার্থীদের মধ্যে জীবন কৃষ্ণ নাথ বলেন ‘আমি আমাদের সর্বোচ্চ শ্রম ও জ্ঞান দিয়ে চিকিৎসা কার্যক্রমটি পরিচালনা করছি। আগামী কয়েকিদন আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো’। তাদের এই কার্যক্রমকে স্বাগত জানায় এলাকার পশুপ্রেমি জনগণ। এসময় কয়েকজনকে শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসতে দেখা যায়। অংশগ্রহনকারী শিক্ষার্থীরা জানান, আগামীতেও পথ কুকুর ও অন্যান্য প্রাণীদের চিকিৎসা সেবায় তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।


শেয়ার করুন

0 coment rios: