নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ করলেন সাহায্যের ডাকপিয়ন

Post Image

ফয়সাল,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি চালায় "সাহায্যের ডাক পিয়ন" নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

এর আগে গত শুক্রবার নগরীর সিটি করপোরেশন শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে সংগঠনটি এক কর্মশালা আয়োজন করে । কর্মশালার এক পর্যায়ে পুরো সিটি করপোরেশন জুড়ে দশ হাজার বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্যোগ নেয় "সাহায্যের ডাক পিয়ন " নামক স্বেচ্ছাসেবী সংগঠনটি।এছাড়াও কর্মশালায় গাছ লাগানোর গুরুত্ব , পদ্ধতি এবং যত্ন বিষয়ে আলোচনা করা হয় । পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ৮ সেপ্টেম্বর ( রবিবার ) বিশ্ববিদ্যলয়ের বিভিন্ন জায়গায় বৃক্ষ চারা রোপণ করা হয় । এই সময় একাডেমিক ভবন , মেডিক্যাল সেন্টার , প্রশাসনিক ভবন সহ খেলার মাঠের পাশে বৃক্ষ চারা রোপণ করা হয় । এই সময় শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ফিরোজ সরকার । সংগঠনটির আয়োজকরা জানান, সাহায্যের ডাকপিয়ন প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো সুবিধাবঞ্চিত মানুষদের স্বনির্ভর করে তোলা এবং সমাজে সহায়তা ও সহানুভূতির মনোভাব গড়ে তোলা।


শেয়ার করুন

0 coment rios: