
ভাস্কর চন্দ্র রায়, পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস শুরু হতে যাচ্ছে আগামী ২৬ অক্টোবর।
পাবিপ্রবির আইসিটি সেল সূত্রে জানা যায়, ২৬ অক্টোবর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে। গত ২ অক্টোবর চূড়ান্ত ভর্তি সম্পন্ন করার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা পদ্ধতিতে A, B এবং C ইউনিটে ১ম মেধা তালিকা হতে ৪র্থ মেধাতালিকা পর্যন্ত যেসব শিক্ষার্থী পাবিপ্রবিতে প্রাথমিক ভর্তি হয়েছেন এবং পাবিপ্রবিতে মাইগ্রেটেড হয়েছেন, সেসব শিক্ষার্থীদেরকে (যারা এ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্তভাবে ভর্তি হতে ইচ্ছুক) আগামী ৬ অক্টোবর, ৭ অক্টোবর ও ৮ অক্টোবর যথাক্রমে রোজ রোববার, সোমবার ও মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে সংযুক্ত তালিকা অনুযায়ী সশরীরে স্ব-স্ব বিভাগে হাজির হয়ে বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় ‘সনদপত্র’ ও ব্যাংকে ‘ফি’ জমা দিয়ে চূড়ান্ত ভর্তি হওয়ার জন্য বলা হলো। অন্যথায় ভর্তি বাতিল বলে গণ্য হবে।
প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল বিজ্ঞান (এ ইউনিট) বিভাগ ৩ মে মানবিক (বি ইউনিট) বিভাগ ও ১০ মে বাণিজ্য (সি ইউনিট) বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, পাবিপ্রবিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে পাঁচটি অনুষদের আওতায় ২১টি বিভাগে মোট আসন সংখ্যা ৯২০ টি।
0 coment rios: