সর্বশেষ

ইবি সিআরসির সভাপতি ইমদাদুল, সম্পাদক মশিউর

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পথ শিশুদের নিয়ে কাজ করা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি) এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইমদাদুল হক সভাপতি এবং দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের একই বর্ষের মশিউর রহমান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে সিআরসি'র কেন্দ্রীয় কার্যালয় থেকে অনলাইনে এই কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি মো. রাসেল মিয়া।
নবগঠিত কমিটির অন্যরা হলেন-সহ-সভাপতি মোরছালিন ও সাঈদ আকতার সাকিব, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জেরিন আক্তার উর্মি, অর্থ সম্পাদক ফাহিম মাহমুদ, সহকারী অর্থ সম্পাদক মুমতাহিনাহ্ রহমান, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক সাইফুন্নাহার লাকি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক বজলুর রহমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আঁখি আলমগীর, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রেজাউল করিম সিকদার, আইন সম্পাদক আঁখি খাতুন এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক রমজান আলী। এছাড়াও স্কুল পরিচালক হিসেবে সাইফুল ইসলাম, শিক্ষা ও পাঠ্যচিত্র বিষয়ক সম্পাদক হিসেবে হাছিবুর রহমান এবং স্কুল ও ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক হিসেবে সাধনা খাতুন মনোনীত হয়েছেন।
নবনিযুক্ত সভাপতি ইমদাদুল হক বলেন, সি আর সি প্রতিষ্ঠা করা হয়েছে সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার জন্য। আমরা সবাই একত্রে পরিবারের মতো কাজ করে এই শিশুদের ভবিষ্যতকে উজ্জ্বল করতে প্রতিজ্ঞাবদ্ধ।
সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, এই দায়িত্ব আমাকে অর্পণ করায় আমি সি আর সি পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞ। আমরা সকলে একত্রে কাজ করে এই পৃথিবী থেকে সুবিধাবঞ্চিত শিশুদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করবো। সকলের সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, ২০১৬ সালে সি আর সি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। বর্তমানে সি আর সি পরিচালিত স্কুলে প্রায় ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুকে বিনামূল্যে শিক্ষা দেওয়া হচ্ছে এবং তাদের জন্য শিক্ষা উপকরণ সরবরাহ করা হচ্ছে। এছাড়াও, সংগঠনটি বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে প্রশংসা অর্জন করেছে।

নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী

ফয়সাল,জাককানইবি প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ট্রেজারার হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকীকে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনে ২০০৬ সালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইনের ১২(১) ধারা অনুযায়ী ড. জয়নুল আবেদীনকে চার বছরের জন্য ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নিয়োগকালীন সময়ে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন ও অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সার্বক্ষণিকভাবে অবস্থান করবেন।
এছাড়াও, ড. জয়নুল বিশ্ববিদ্যালয়ের সংবিধি অনুযায়ী প্রদত্ত দায়িত্ব পালন করবেন এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ করবেন। রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতাও রাখেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো.রেজাউল করিম

খুবি প্রতিনিধি, খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রেজাউল করিম ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, 'রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০ এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো:রেজাউল করিমকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত করা হলো।'
নিয়োগের শর্ত হিসেবে বলা হয়, 'উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে, ওই পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন, তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।'
ড.মো.রেজাউল করিম স্যার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে বিএসসি ডিগ্রী সম্পন্ন করে। এরপর তিনি বুয়েটের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। ২০০০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
একই দিনে মহামান্য রাষ্ট্রপতির আরেকটি প্রজ্ঞাপনে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. মো: হারুনুর রশিদ খান

খানসামায় জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন পূর্ব সমন্বয় সভা

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: ‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ স্লোগানকে প্রতিপাদ্য করে দিনাজপুর জেলার খানসামা উপজেলায় জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ পূর্ব সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পাকেরহাট) কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শামসুদ্দোহা মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. হাসিনা বানু, মেডিকেল অফিসার লিমন চন্দ্র সেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শাজাহান সরকার, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক মিয়াসহ সাংবাদিকবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জরায়ু ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকার উপকারিতাসহ বিস্তারিত তুলে ধরেন মেডিকেল অফিসার ডা. আসিফ জাহান পিয়াস।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশে নারীদের ক্যান্সার জনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ। তাই জরায়ু ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা স্বাস্থ্য সেবার এক নতুন দিগন্ত। এ টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। আগামী ২৪ অক্টোবর থেকে ১৮ কর্মদিবসে ৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রী সহ ১০-১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীরা বিনামূল্যে এ টিকা নিতে পারবেন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম

বাকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, 'রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো: আলিমুল ইসলামকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত করা হলো।'
নিয়োগের শর্ত হিসেবে বলা হয়, 'উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে, ওই পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন, তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।'
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মাইক্রোবায়োলজিস্ট এবং ভাইরোলজিস্ট অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি ও লাভ করেন। এরপর জাপানের নাগাসাকির ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে পোস্টডক্টরেট করেন। তার ১৮৩টি জাতীয় এবং আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্রকাশনা রয়েছে।

খানসামায় জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন পূর্ব সমন্বয় সভা

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: ‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ স্লোগানকে প্রতিপাদ্য করে দিনাজপুর জেলার খানসামা উপজেলায় জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ পূর্ব সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পাকেরহাট) কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শামসুদ্দোহা মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. হাসিনা বানু, মেডিকেল অফিসার লিমন চন্দ্র সেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শাজাহান সরকার, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক মিয়াসহ সাংবাদিকবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জরায়ু ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকার উপকারিতাসহ বিস্তারিত তুলে ধরেন মেডিকেল অফিসার ডা. আসিফ জাহান পিয়াস।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশে নারীদের ক্যান্সার জনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ। তাই জরায়ু ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা স্বাস্থ্য সেবার এক নতুন দিগন্ত। এ টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। আগামী ২৪ অক্টোবর থেকে ১৮ কর্মদিবসে ৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রী সহ ১০-১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীরা বিনামূল্যে এ টিকা নিতে পারবেন।

ইবির হল ডাইনিং পরিদর্শনে উপাচার্য, পরিবর্তনের প্রত্যাশা শিক্ষার্থীদের

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলের ডাইনিং পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
এসময় হলের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন তিনি। উপাচার্যের হল পরিদর্শনের ফলে হলের উন্নয়নের স্বপ্ন দেখছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল ও শেখ মুজিবুর রহমান হলের ডাইনিং ও লাইব্রেরি পরিদর্শন করেন উপাচার্য। পরিদর্শনকালে উপাচার্যের সাথে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থী অর্নব হাসান বলেন, আমাদের খুব ভালো লাগছে যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের হল পরিদর্শনে এসেছেন। আমাদের দীর্ঘদিন ধরেই অনেক দাবি দাওয়া ছিলো। হল প্রভোস্ট না থাকায় সেই দাবীগুলো আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট পৌঁছাতে পারিনি। কিছুদিন আগেই আমাদের প্রভোস্ট নিয়োগের পরে শিক্ষার্থীদের সাথে তার মতবিনিময়ের কথা থাকলেও তার আগেই ভিসি স্যার আমাদের সাথে এসে দেখা করেছেন। এটা দেখে সাধারণ ছাত্র হিসেবে আমরা উচ্ছ্বাসিত। আমরা হলের উন্নয়নের বিষয়ে কিছু দাবি ভিসি স্যারের নিকট উত্থাপন করেছি। আমরা উপাচার্যের মাধ্যমে হলের উন্নয়নের প্রত্যাশা করছি।
পরিদর্শনকালে হলের উন্নয়নে শিক্ষার্থীদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে সার্বিক পরিবর্তনের আশ্বাস দেয় উপাচার্য। তিনি বলেন, এই দাবি-দাওয়া যদি কয়েকদিনের মধ্যে পূরণ না হয় তাহলে পুনরায় শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে বসবেন তিনি।

‘ডুসাইল, এ ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন’ এর নেতৃত্বে আতিক-তৌকির

শেরপুর জেলা প্রতিনিধি:
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শেরপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ডুসাইল, এ ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন’এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
মো. আতিক হাসানকে (চবি) সভাপতি ও রকিবুল ইসলাম তৌকিরকে (ঢাবি) সাধারণ সম্পাদক নিযুক্ত করে আগামী ১ বছরের জন্য ২৬ সদস্যের কমিটি গঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের সংগঠন ডুসাইল থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
. সহ-সভাপতি: আফরোজ সিয়াম (জাবি)
. যুগ্ম-সাধারণ সম্পাদক: মোহাম্মদ সাকিব (রা.বি.)
. সাংগঠনিক সম্পাদক: আতিকুর রহমান (রা.বি.)
. দপ্তর বিষয়ক সম্পাদক: মোঃ আশিকুল ইসলাম (জাতীয় বি.). অর্থ বিষয়ক সম্পাদক: মোঃ মামুন (চ.বি)
. তথ্য ও পরিকল্পনা সম্পাদক: মোঃ সাগর সরকার (জা.ক.কা.ন.ই.বি.)
. নারী ও শিশু উন্নয়ন সম্পাদক: মিম ইয়াসমিন (চ.বি)
. ক্রীড়া ও মাদক নির্মূল বিষয়ক সম্পাদক: মো: আতিক হাসান অন্তর (কু.বি)
. ত্রান ও দূযোর্গ মুকাবিলা সম্পাদক: ইব্রাহিম (জাতীয় বি.)
. জীবনযাত্রার মান উন্নয়ন ও জনকল্যাণ সম্পাদক: রিতু মনি (ব.শে.মু.র.কৃ.বি.)
. বৈষম্য ও দুর্নীতিদমন সম্পাদক: মোঃ আব্দুল খালেক (ব.শে.মু.র.কৃ.বি.)
. সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: রাজিউল ইসলাম রাফি (চ.বি)
. শিক্ষা ও সংস্কার সম্পাদক: মোঃ মিনহাজ (ঢা.বি)
. বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মোঃ রাকিবুল হাসান রাকিব (জ.বি.)
. আইন ও মানবাধিকার সম্পাদক: হ্যাপি আক্তার (মা.ভা.বি.প্র.বি.)
. প্রচার ও প্রকাশনা সম্পাদক : জুবাইর হাসান শান্ত (জ.বি)
. ধর্ম ও নৈতিকতা সম্পাদক: মোঃ ওয়াসিম (চ.বি)
. বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক: শ্রী নন্দদুলাল বর্মণ (জা.ক.কা.ন.ই.বি)
. সমাজ ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: মোঃ সজিব হোসেন (রা.বি.)
. কার্যনির্বাহী সদস্য:
ক. মোঃ আসলাম (জা.ক.কা.ন.ই.বি.)
খ. আল রাফি (ঢা.বি.)
গ. মনির হোসেন (কু.বি.)
ঘ. মিজানুর রহমান নুরালম (জ.বি.)
ঙ.সামিয়া আক্তার (জবি)
উপদেষ্টা পরিষদ:
• হাসান জাকারিয়া মিতুল (চ.বি.)
• আকতারুজ্জামান (জাতীয় বি.)
• আরমান হাসান (জ.বি.)
• নুরনবী (লাবিব হাসান) (জা.ক.কা.ন.ই.বি.)
• মশিউর রহমান (জাতীয় বি.)
• সোহানুজ্জামান (রা.বি.)
• ওয়াহিদুল ইসলাম অনন্ত (রা.বি.)
• মেহেদী হাসান লাভলু (জাতীয় বি.)
• মোঃ সোহেল (জাতীয় বি.)
• উসমান মিয়া (ঢা.বি.)
• শরিফ ইসলাম (পা.বি.প্র.বি.)
সভাপতি আতিক হাসান জানান, ডুসাইল শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন, সমাজের সার্বিক উন্নয়ন সাধণ করার পাশাপাশি নানান অসংগতি দূর করে বৈষম্যহীন সমাজ বিনির্মান করায় আমাদের লক্ষ্য। ডুসাইল তার নীতিগত বিশ্বাস অক্ষুণ্ণ রেখে দেশ সংস্কারে এগিয়ে যাবে।
উল্লেখ্য, ডুসাইলের উপদেষ্টামণ্ডলীদের সর্বসম্মতিক্রমে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়।

চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধিঃ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের অপসারণ না করার দাবিতে বরগুনার তালতলীতে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার(১৭অক্টোবর) সকাল ১০ ঘটিকার সময় সদর রোডে উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,ইউপি সদস্য ও সাধারণ জনগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন,৫নং বড়বগী ইউপি সদস্য সিদ্দিকুর রহমান,নিশান বাড়িয়া ইউপি সদস্য জয়নাল আবেদীন মোল্লা,পচাকোড়ালিয়া ইউপি সদস্য মো.সোহেল,নিশান বাড়িয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফাতেমা বেগম ও পচাঁকোড়ালিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মাসুমা আক্তার সহ একাধিক সদস্যরা।
বক্তব্যে সদস্যরা বলেন,বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করেছেন এ মাসেই ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যান,ইউপি সদস্যদের অপসারণ হচ্ছেন।আমরা তৃণমূলে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অনেকের সন্তান অংশগ্রহণ করেছে। অন্তর্বর্তী কালীন সরকারের পক্ষেও আমরা কাজ করতেছি।এলাকায় জনগনের সেবা দিয়ে আসছি।
আমাদের অপসারণ করা হলে গ্রাম আদালত,জন্ম ও মৃত্যু সনদ,নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদ সহ বিভিন্ন সেবা প্রদানে বিঘ্নিত হবে।এজন্য আমাদের দাবি দেশের যেসব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ইউপি সদস্য বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল ও বর্তমানে যারা গাঢাকা দিয়ে রয়েছে তদন্ত সাপেক্ষে শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন মানববন্ধন এর বিষয় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃকালাম খান আমাকে মুঠোফোনে জানিয়েছেন।তাছাড়া আমার কাছে ইউপি সদস্যরা কোন ভাবে অবহিত করেনি।