চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন

Post Image

জেলা প্রতিনিধিঃ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের অপসারণ না করার দাবিতে বরগুনার তালতলীতে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার(১৭অক্টোবর) সকাল ১০ ঘটিকার সময় সদর রোডে উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,ইউপি সদস্য ও সাধারণ জনগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন,৫নং বড়বগী  ইউপি সদস্য সিদ্দিকুর রহমান,নিশান বাড়িয়া ইউপি সদস্য জয়নাল আবেদীন মোল্লা,পচাকোড়ালিয়া ইউপি সদস্য মো.সোহেল,নিশান বাড়িয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফাতেমা বেগম ও পচাঁকোড়ালিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মাসুমা আক্তার সহ একাধিক সদস্যরা।

বক্তব্যে সদস্যরা বলেন,বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করেছেন এ মাসেই ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যান,ইউপি সদস্যদের অপসারণ হচ্ছেন।আমরা তৃণমূলে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অনেকের সন্তান অংশগ্রহণ করেছে। অন্তর্বর্তী কালীন সরকারের পক্ষেও আমরা কাজ করতেছি।এলাকায় জনগনের সেবা দিয়ে আসছি। 

আমাদের অপসারণ করা হলে গ্রাম আদালত,জন্ম ও মৃত্যু সনদ,নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদ সহ বিভিন্ন সেবা প্রদানে বিঘ্নিত হবে।এজন্য আমাদের দাবি দেশের যেসব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ইউপি সদস্য বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল ও বর্তমানে যারা গাঢাকা দিয়ে রয়েছে তদন্ত সাপেক্ষে শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন মানববন্ধন এর বিষয় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃকালাম খান আমাকে মুঠোফোনে জানিয়েছেন।তাছাড়া আমার কাছে ইউপি সদস্যরা কোন ভাবে অবহিত করেনি।


শেয়ার করুন

0 coment rios: