
ঢাবি প্রতিনিধি: যৌন নিপীড়নের অভিযোগে বহিষ্কৃত শিক্ষক ড. সাইফুল ইসলামের অধ্যাপক পদে পুনর্বহালের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পার্ফরম্যান্স বিভাগের শিক্ষার্থীরা প্রতিবাদ করে।
সোমবার (৯ সেপ্টেম্বর) একটি প্রেস রিলিজের মাধ্যমে শিক্ষার্থীরা অভিযুক্ত অধ্যাপকের পুনরায় যোগদানের প্রতিবাদে তাদের ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে। শিক্ষার্থীরা জানায়, গত ২৯ আগস্ট কয়েকটি দৈনিক পত্রিকা মারফত তারা জানতে পারে, আদালতের রায় পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বহিষ্কৃত শিক্ষক ড. সাইফুল ইসলাম রেজিস্টারের মাধ্যমে বিভাগে যোগদান করেছেন। । বিভাগসুত্রে জানা যায়, ২০১৪ সালে বিভাগীয় চেয়ারম্যান থাকা অবস্থায় ড. সাইফুল ইসলামের বিরুদ্ধে একজন নারী শিক্ষার্থীর দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, ড. সাইফুল ইসলামের একটি কোর্সের মিডটার্মে প্রাপ্ত মার্কসকে কেন্দ্র করে খাতা দেখানোর নাম করে ছাত্রীকে তার বাসায় যেতে বাধ্য করেন এবং বাসায় নিয়ে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করেন। এই ঘটনার ভয়েস রেকর্ডিং সহ ছাত্রীটি লিখিত অভিযোগ করেন। বিষয়টি জানা মাত্র বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিক্ষোভ দানা বাঁধে। ছাত্রছাত্রীরা বিভাগে চেয়ারম্যানের রুমে ড. সাইফুল ইসলামকে তালাবদ্ধ করে এবং ভিসি অফিস ঘেরাও করে দ্রুত বিচার দাবী করে। আন্দোলনের একপর্যায়ে ড. সাইফুল ইসলাম বিভাগীয় চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন।এবং অভিযোগ প্রমাণিত হলে ২০১৫ সালের সিন্ডিকেট তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে। ২০১৯ সালে সাইফুল ইসলাম সেই বহিষ্কার আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্ট থেকে রায় নিয়ে আসেন এবং বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে চান। তখন বিশ্ববিদ্যালয় থেকে একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ২০২০ সালে আবার তাকে স্থায়ীভাবে বহিষ্কার আদেশ বহাল রাখা হয়। কিন্তু সেই একই রায়ের ভিত্তিতেই সাইফুল ইসলাম আবার ২০২৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন। শিক্ষার্থীদের দাবি," ঢাকা বিশ্ববিদ্যালয়, সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এসেছে। এমন একটি অবস্থানে দাঁড়িয়ে একজন প্রমাণিত যৌন নিপীড়ককে পুনর্বহাল করা মানে অন্যায়কে প্রশ্রয় দেয়া। বিশ্ববিদ্যালয়ের এমন হীন সিদ্ধান্ত আগামীতে যৌন নির্যাতনকে উৎসাহিত করবে বলে আমরা আশঙ্কা করছি। আমরা ভয় পাচ্ছি যে, আগামীতে কোনো শিক্ষার্থী যৌন নির্যাতন বা হেনস্তার মুখোমুখি হলে সে আর অভিযোগ জানাতে চাইবে না। আমরা একজন যৌন নিপীড়ককে শিক্ষক হিসেবে চাই না। উনার বিরুদ্ধে সকল অভিযোগ সত্য প্রমাণিত হওয়ার পরেও তার স্থায়ী বহিষ্কারাদেশ বাতিলের পেছনে যৌক্তিক কারণ জানতে চাই" শিক্ষার্থীরা অনতিবিলম্বে ড. সাইফুল ইসলামকে স্বপদে পুনর্বহাল করার সিদ্ধান্ত বাতিল করে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কারের দাবি জানিয়ে গত ৭ সেপ্টেম্বর মাননীয় উপাচার্য বরাবর একটি প্রতিবাদী স্মারকলিপি প্রদান করে। উপাচার্য শিক্ষার্থীদের থেকে দুইদিনের সময় চেয়ে বিষয়টি যথাযথ বিবেচনার আশ্বাস দেন।
0 coment rios: