
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনাজপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের জন্য 'দিনাজপুর জোলা ছাত্রকল্যাণ সমিতি'র নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় কুষ্টিয়ার মেহেরজান রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। এসময় নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি নিশাত সরকার বাঁধনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মালেক মিয়া। এছাড়াও অনুষ্ঠানে অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন বলেন, জেলা ছাত্রকল্যাণের মাধ্যমে সকলের মাঝে একটি শক্ত বন্ধন তৈরি হয়। নিজ জেলার পরস্পরের সাথে পরিচয় তৈরি হয়, আন্তরিকতা বৃদ্ধি পায়। ক্যাম্পাসে একে অপরে সহযোগিতায় এগিয়ে আমার একটি কার্যকরী প্লাটফর্ম এই জেলা ছাত্রকল্যাণ সংগঠন। আমি প্রত্যাশা করি এখনো তোমরা যেমন পরস্পরের সহযোগিতায় এগিয়ে আসো ভবিষ্যতেও তোমরা এগিয়ে আসবে।
0 coment rios: