
জান্নাতুল বুশরা, তিতুমীর কলেজ: পরিবার যদি শিক্ষার প্রথম কেন্দ্র হয়; তবে পরিবার থেকে কি কি শিক্ষা নিতে হবে, কিভাবে শিক্ষা গ্রহণ করতে হবে তা শিখেছি প্রাতিষ্ঠানিক শিক্ষা কেন্দ্র থেকে অর্থাৎ শিক্ষকদের কাছ থেকে।
কিংবা পরিবেশ- প্রকৃতিকে যদি শিক্ষা গ্রহণের উৎস বলা হয় ; তবে পরিবেশ-প্রকৃতি থেকে কোনটা গ্রহণ করতে হবে, কোনটা ত্যাগ করতে হবে তাও শিখেছি শিক্ষক সমাজের কাছ থেকে।
ধর্ম-তত্ত্ব, নীতিনৈতিকতা, দর্শন, বিজ্ঞান, ভাষা, প্রকৃতি, সাহিত্য, রাজনীতি, বানিজ্য, মনোবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, সমাজতন্ত্র, মানবজীবন সম্পর্কে আমাকে যে যতটুকু শিক্ষা দিয়েছেন ; প্রতিটি ব্যক্তিই আমার জন্য শিক্ষক। হোক সেটা অর্থের বিনিময়ে কিংবা বিনামূল্যে।আমার শিক্ষক আমাকে শিখিয়েছেন "সব কিছু বিষয়ের কিছু কিছু জানা; কিছু কিছু বিষয়ের সব কিছু জানাকে শিক্ষা বলে"।
এরই প্রেক্ষিতে আমি মনে করি, শিক্ষকদের জন্য আবার ঘটা করে বিশেষ দিন কেনো? উনারা সবসময়ের জন্যই সম্মানের পাত্র। তবে হতে হবে শিক্ষকের মতো শিক্ষক।
আমার প্রত্যাশা হলো শিক্ষক হবেন 'সঠিক শিক্ষার প্রধান উৎস'।
0 coment rios: