বশেফমুবিপ্রবিতে সিরাত মাহফিলের আয়োজন

Post Image

মিরাজ হোসেন,বশেফমুবিপ্রবি প্রতিনিধি:
ঈদ-ই মিলাদুন নবী( সঃ) উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিরাত মাহফিলের আয়োজন করা হয়।



আজ (২ অক্টোবর) বুধবার, বিশ্ববিদ্যালয়ের প্রসাসনিক ভবনের মিলনায়তনে এ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের আর্থিক, প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানটির প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি আব্দুল্লাহ এবং মুফতি আমানুল্লাহ কাসেমী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মোঃ রাশেদুল ইসলাম । বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম সিরাত মাহফিলে উপস্থিত থাকতে পেরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় বর্তমান প্রসাশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। এই সিরাত মাহফিলে বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক, শিক্ষার্থী কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে আয়োজক কমিটিও সন্তুষ্টি প্রকাশ করেন।


শেয়ার করুন

0 coment rios: