গবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

Post Image

ফারহান হোসেন,গবি প্রতিনিধি: সাভারের গণবিশ্ববিদ্যালয় (গবি) তে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৪ শুরু হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল হোসাইন। এবছর ১৭ টি বিভাগের ছাত্র এবং ১৪ বিভাগের ছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা রেখে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. আবুল হোসাইন তার বক্তব্য বলেন, ‘প্রতিবছর আমরা দুই থেকে তিনটি ইভেন্টের আয়োজন করতাম কিন্তু এ বছর শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শুধুমাত্র ফুটবল খেলার আয়োজন করা হয়েছে যাতে আন্দোলনের পরবর্তীতে পড়ালেখার আর কোন ক্ষতি না হয়’। তিনি আরও বলেন,‘খেলাধুলায় উত্তেজনা থাকবেই সেই উত্তেজনা যেন সীমা অতিক্রম না করে। খেলা চলাকালীন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে’। ছেলেদের উদ্বোধনী ম্যাচে সমাজবিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগকে ৪-১ গোলে পরাজিত করেছে উল্লেখ্য, ছাত্র আন্দোলনের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ এই আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার মধ্যে দিয়ে গণ বিশ্ববিদ্যালয়ের সার্বিক ক্রীড়া কার্যক্রম শুরু হলো।


শেয়ার করুন

0 coment rios: