
খানসামা প্রতিনিধি: সম্প্রতি বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মেধাবী শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া।
রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় পলাশের কবর জিয়ারত করে তার পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন তিনি। নিহত পলাশের বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভাবকী গ্রামের মুন্সিপাড়ায়। তিনি ওই এলাকার আক্কাশ আলীর বড় ছেলে। গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ভাবকী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কবর জিয়ারত অংশ নেন, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রবিউল আলম তুহিন, ১নং আলোকঝাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল, ৩নং ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকার, ৪নং ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী সরকার, ৫নং ভাবকী ইউনিয়ন বিএনপির আহবায়ক নাসির উদ্দীন ও যুগ্ম আহবায়ক সেলিম শাহ্, ৬নং গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও ৬নং গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, উপজেলা যুবদলের আহবায়ক মো. ওবায়দুর রহমান ও সদস্য সচিব ওবাইদুর রহমান মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. লোকমান হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রুবেল ইসলাম সহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি'র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এ সময় সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া বলেন, আমরা নিহত পলাশের কবর জিয়ারত করেছি। তার পরিবারকে সমবেদনা জানাতে এখানে এসেছি। বিএনপি তার পরিবারের পাশে বিপদে আপদে থাকবে। উল্লেখ্য, বন্যার্তদের জন্য দুই দিন ধরে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা।গত সোমবার (২৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে ট্রাকে নোয়াখালীর সেনবাগের উদ্দেশ্য ত্রাণ নিয়ে রওনা দেন শিক্ষার্থীরা। পথে মিরসরাই পার হওয়ার পর জোরারগঞ্জ পৌঁছালে চালকের অসাবধানতায় সামনে থাকা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে সামনের আসনে থাকা দুজন শিক্ষার্থী গুরুতর আহত হন এবং ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পলাশ বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় ঢাকার সিএমএইচে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
0 coment rios: